West Bengal Online Marriage Occasion : গুগল মিটে বিয়ে-দেখা, জোম্যাটো পৌছঁবে ভোজ, বর্ধমানে অভিনব উদ্যোগ

পাত্র-পাত্রী সন্দীপন সরকার, অদিতি দাস। দুজনেই বর্ধমানের বাসিন্দা। মাঘে বিয়ের দিন স্থির। কিন্তু তার আগেই পাত্রের কোভিড (Covid 19)। শুধু তাই নয়, পাত্রকে ভর্তি হয়ে হয় হাসপাতালেও ! এরপরই আসে সরকারি গাইডলাইন উত্তুঙ্গ করোনা পরিস্থিতিতে । ৫০ জনের বেশি অতিথি নিমন্ত্রিত থাকতে পারবে না বিয়ের মতো অনুষ্ঠানে। তখনই মাথায় প্রায় বাজ ভেঙে পড়ে অভিভাবকদের। কী হবে, কাকে ছেড়ে কাকে বাদ দেবেন তাঁরা। এতে তো সমস্যা বাড়বে। এদিকে সন্দীপন - অদিতির বিয়েতে যোগ দিতে আগ্রহী অনেকেই। কী করা যায় ? 
পুরো পরিকল্পনাটা পোস্ট করেন পাত্র নিজেই। তিনি চান, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার মিলিয়ে ১০০ জন হাজির থাকুন, আর বাকিরাও সঙ্গে থাকুন। বিয়েরআসরে থাকুন, আশীর্বাদ জানান ভার্চুয়াল মাধ্যমে। শুধু তাই নয়, নিমন্ত্রিতদের ভূরিভোজের আয়োজনও  করা হচ্ছে আর সেটা হবে ভার্চুয়াল মাধ্যমে। এই পরিকল্পনা দেখে আগ্রহ প্রকাশ করে জোম্যাটো ফুড ডেলিভারি সংস্থা Zomato)। কোভিড কালে এমন একটা উদ্যোগের অংশ হতে চেয়ে যোগাযোগ করেন তাঁরা। জানালেন সন্দীপন সরকার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola