WB By Election 2024: উপনির্বাচনকে ঘিরে দিকে দিকে অশান্তি, নজরদারিতে ব্যর্থ পুলিশ?
ABP Ananda live: দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদ এলাকায়। ১৪৬ ও ১৪৭ নম্বর বুথে ISF এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ISF-এর অভিযোগ, ভোট শুরুর আগে তাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। এমনকী, বিরোধীদলের কোনও এজেন্টকেই বুথে বসতে দেখা যায়নি। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থীর বুথ এজেন্ট প্রাক্তন প্রধান বাবলু পাড়ুই। মাইক্রো অবজার্ভার স্বীকার করেছেন, বুথে সব দলের এজেন্ট নেই। ৬ জন এজেন্ট কোন দলের তা জানেন না। হাড়োয়ায় ফের আক্রান্ত ISF, এজেন্টকে মার। বুথের মধ্যেই ISF এজেন্টের উপরে হামলার অভিযোগ। 'দেগঙ্গার হাদিবপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথে হামলা'। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ISF-এর।
মাদারিহাটে বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর। বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর। চা-বাগানের শ্রমিকদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। সারা বছর কেন দেখা মেলে না? অভিযোগ চা-বাগানকর্মীদের।