BJP: আসানসোলে সংবাদমাধ্যমকে আটকে রেখে রিগিং হয়েছে, দাবি দেবজিৎ সরকারের। Bangla News
‘বিজেপি এই হার মাথা পেতে নিচ্ছে। আসানসোলে সব বুথে সন্ত্রাস হয়েছে। সংবাদমাধ্যমকে ৪০ মিনিট আটকে রাখা হয়েছে। সংবাদমাধ্যমকে আটকে রেখে রিগিং হয়েছে। এত সন্ত্রাসের পরেও যে ভাবে কর্মীরা ভোট করিয়েছেন, তাতে আমরা গর্বিত’, দাবি বিজেপি নেতা দেবজিৎ সরকারের।
Tags :
BJP By Election Results Asansol ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বিজেপি আসানসোল উপনির্বাচনের ফল