WB By Poll 2024: মানিকতলায় শেষ প্রচারে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে | ABP Ananfa LIVE

Continues below advertisement

West Bengal By Election 2024: ১০ জুলাই ৪ কেন্দ্রে উপনির্বাচন, আজ প্রচারের শেষ দিন, মানিকতলায় ভোট প্রচারে TMC প্রার্থী সুপ্তি পাণ্ডে(supti pandy)।আজই উপনির্বাচনের শেষ প্রচার। মানিকতলায়(maniktala) শেষ প্রচারে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের।

টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি। এবার করলা নদীর জল ঢুকল শহরে। প্লাবিত জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড। নিচ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় ঘরে ঘরে জল, জলবন্দি বহু মানুষ। করলা নদী লাগোয়া দিনবাজার এলাকায় হাঁটু-সমান জল। মাছ বাজার, পাইকারি বাজারে জল ঢোকায় সেতুর ওপরে বসে চলছে বেচাকেনা। একাধিক দোকান জলমগ্ন হয়ে পড়ায় মজুত জিনিস নষ্টের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কবে জল নামবে, তা নিয়ে চিন্তায় জলপাইগুড়ির বাসিন্দারা। অন্যদিকে, পাহাড়ে টানা বৃষ্টিতে কালিম্পঙের তিস্তাবাজার এলাকা জলমগ্ন। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram