CV Ananda Bose:রাজ্যপাল হিসেবে বর্ষপূর্তিতে এবিপি আনন্দে EXCLUSIVE সি ভি আনন্দ বোস| ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda Live: বাংলার রাজ্যপাল হিসেবে একবছর পূর্ণ করলেন সি ভি আনন্দ বোস। হিংসা থেকে উপাচার্য নিয়োগ, শিল্প সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া থেকে নবান্নের সঙ্গে সম্পর্ক। রাজ্যপাল হিসেবে বর্ষপূর্তিতে এবিপি আনন্দে অকপট সি ভি আনন্দ বোস। 'শুধুমাত্র পুলিশ দিয়ে হিংসা বন্ধ করা যাবে না, কিন্তু পুলিশি সক্রিয়তা জরুরি'। 'তবে রাজ্য সরকারের উচিত হিংসা বন্ধে উপযুক্ত পদক্ষেপ করা'। 'মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনও সংঘাত নেই'। 'সংঘাত তখনই হয়, যখন দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অবস্থান করে'। 'আমি কারও বিরুদ্ধে যাব না বলে ঠিক করেছি'। 'আমি শুধু সত্য ও সঠিক বিষয়ের পক্ষে যাব'। 'আমাকে শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানাতেই হবে, তার কোনও মানে নেই'। 'রাজ্যে উন্নয়ন হলেই রাজ্যপালের খুশি হওয়া উচিত'। 'উপাচার্য নিয়োগের বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন'। 'সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে, সেই অনুযায়ী কাজ হবে'। 'মানুষ সমালোচনা করতেই পারে, গণতন্ত্রে প্রত্যেকেরই বাক্ স্বাধীনতা আছে'। অখিল গিরি ও কুণাল ঘোষের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram