Mamata Banerjee: 'কলকাতা কীভাবে হল সবচেয়ে নিরাপদ শহর?' আইনশৃঙ্খলা ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব মমতার

Continues below advertisement

ABP Ananda LIVE: বাংলায় জঙ্গলরাজ চলছে। আগামী ভোটে তৃণমূলকে (TMC)  উচিত শিক্ষা দেবেন বাংলার মানুষ! এই অভিযোগে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি (BJP)  নেতা সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal) । অনেকে অপপ্রচার করেন! আইনশৃঙ্খলা (Law Order) ভাল না হলে শ্রীরামপুর (serampore) থানা কীভাবে সেরার শিরোপা পেল? কলকাতা কীভাবে হল সবচেয়ে নিরাপদ শহর? আইনশৃঙ্খলা ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram