Mamata Banerjee: 'আমার প্রস্তাব প্রথমদিনই প্রত্যাখ্যান করেছে', বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্য়ায়
ABP Ananda LIVe: ফের কংগ্রেস (Congress) প্রসঙ্গে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্য়ায়(Mamata Banerjee)। 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সম্পর্কে কোনও সম্পর্ক নেই'। 'আমার প্রস্তাব প্রথমদিনই প্রত্যাখ্যান করেছে'। 'বাংলায় যে আসছে, ইন্ডিয়ার জোটসঙ্গী (INDIA Alliance) হিসেবে আমাদের জানায়নি'। 'কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই'। 'সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর সিদ্ধান্ত নেব'। '৩০০ আসনে কংগ্রেস একা লড়াই করুক, সেখানে আঞ্চলিক দলগুলি হস্তক্ষেপ করবে না'। 'বাকি আসনে যদি হস্তক্ষেপ করে, তাহলে আমরা বুঝে নেব'। হুঙ্কার তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।