West Bengal Corona : রাজ্য ফের ঊর্ধ্বমুখী করোনা, একদিনে সংক্রমণ দেড় হাজার পার!

Continues below advertisement

রাজ্য ফের ঊর্ধ্বমুখী করোনা, একদিনে সংক্রমণ দেড় হাজার পার! রাজ্যে একদিনে ১ হাজার ৫২৪জন করোনা আক্রান্ত। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপরেই উঃ ২৪ পরগনা। কলকাতায় একদিনে ৬২১জন করোনা আক্রান্ত। উঃ ২৪ পরগনায় একদিনে ৪৩৫জন করোনা আক্রান্ত । দঃ ২৪ পরগনায় একদিনে ১১৫জন করোনা আক্রান্ত। রাজ্যে সংক্রমণ বৃদ্ধিতে ফের গাইডলাইন স্বাস্থ্য দফতরের । ‘উপসর্গহীন এবং জোড়া ভ্যাকসিন থাকলে যেতে পারেন জমায়েতে’, সবাইর ভ্যাকসিনেশনের জন্য আরও জোর স্বাস্থ্য দফতরের। সংক্রমণ ফের বাড়ায় দূরত্ব বিধি মানায় ফের জোর ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram