Manoj Verma on Ramnavami : 'কোনও প্ররোচনায় পা দেবেন না', রামনবমী নিয়ে সতর্কবার্তা দিলেন মনোজ বার্মা

ABP Ananda LIVE : কোনও প্ররোচনায় পা দেবেন না। রামনবমীতে সতর্ক আছে পুলিশ। গুজবে কান দেবেন না। উত্তেজনামূলক পোস্টার এড়িয়ে চলবেন। জানালেন ADG। রামনবমী নিয়ে সতর্কবার্তা দিলেন মনোজ বার্মার।

 

WB News Live: দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের, গুরুতর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

'দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের। দেউচা পাচামিতে কোল ব্লকের নামে মিথ্যে প্রতিশ্রুতি। দেউচা পাচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছেন। দেউচায় কর্মসংস্থান নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য। দেউচায় আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শিল্পের নামে মিথ্যে প্রচার মুখ্যমন্ত্রীর। আদিবাসীদের বঞ্চিত করে বাইরের লোকেদের পাট্টা দেওয়া হয়েছে। দেউচা পাচামি একটা বড় দুর্নীতি। জেলাশাসক জমি কেনা-বেচা বন্ধ করে দিয়েছে। দেউচায় জমির বিনিময়ে চাকরি হয়নি, চাকরি পাচ্ছে তৃণমূল কর্মীরা। আদিবাসীদের চাকরি দেওয়া হয়নি। পুলিশের সাহায্য়ে তৃণমূল সব করছে। রামনবমীর পর এটা নিয়ে বড় লড়াইয়ে নামবে বিজেপি। জেলাশাসকের বিরুদ্ধে রামনবমীর পর বড় জমায়েত', মন্তব্য শুভেন্দু অধিকারীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola