DA: 'বকেয়া DA না মেটালে, পঞ্চায়েত ভোটের কাজে অংশ নয়', চরম হুঁশিয়ারি আন্দোলনকারীদের

Continues below advertisement

রাজ্য (West Bengal) সরকার (Govt) বকেয়া DA না মেটালে, পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) কাজে অংশ নেব না। দুই অনশনকারী অসুস্থ হওযার পরই চরম হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। সিদ্ধান্তের কথা রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ও মুখ্যসচিবকেও জানিয়েছেন তাঁরা। বাম সরকার সঠিকভাবে DA দিতে পারেনি, তখন কি ভোটে অংশ নিতেন না? পাল্টা প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু (Bratya Basu)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram