West Bengal News: ১লা বৈশাখ ‘বাংলা দিবস’, ১৬৭-৬২ ভোটে বিধানসভায় পাস প্রস্তাব । ABP Ananda Live

রাজ্য বিধানসভায় 'বাংলা দিবস' পালনের প্রস্তাব পাস হয়ে গেল। পয়লা বৈশাখের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে 'বাংলা দিবস' (Bengal Day) পালনের প্রস্তাব পাস হল। বিধানসভায় (West Bengal Assembly) 'বাংলা দিবস' পালনের প্রস্তাবের পক্ষে পড়ল ১৬৭টি ভোট। বিপক্ষে পড়ল ৬২টি ভোট। একই সঙ্গে রাজ্যসঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'বাংলার মাটি, বাংলার জল' গানটি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola