Dengue Update: বর্ষায় রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। উদ্বিগ্ন চিকিৎসকরা

ABP Ananda LIVE : বর্ষায় রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। চলতি মাসে, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার ৩০০। ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। উদ্বিগ্ন চিকিৎসকরা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখা যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

একদিকে বর্ষা, অন্যদিকে, বঙ্গোপসাগরে ফের তৈরি হওয়া নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৭দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জলে জেলায় জেলায় ফুলে উঠছে একের পর এক নদ-নদী....তারই মধ্যে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে ডেঙ্গির মশার লার্ভা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১৭ জুলাই পর্যন্ত, রাজ্যে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার জন। যার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৭৬ জন। যদিও এরই মধ্য়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের উঠেছে, ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ। সবমিলিয়ে, একদিকে বাড়ছে ডেঙ্গি আর একদিকে, তাকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola