Dengue Case :রাজ্যে নতুন করে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ ! নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৩২
ABP Ananda LIVE : উৎসবের মরশুম শেষ বইছে হিমেল হাওয়া, নেমেছে তাপমাত্রার পারদ কিন্তু রাজ্যজুড়ে ডেঙ্গি আতঙ্ক রয়েছে সেই আগের মতোই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৩২, গত ১৬ই অক্টোবর আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৮৭১, ৩০ অক্টোবর সেটা বৃদ্ধি পেয়ে হয় ১২ হাজার ৫০৩, গোটা অক্টোবর মাসজুড়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২০০। উৎসবের মরশুমে ১ মাসে ডেঙ্গির এই বাড়-বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে সমস্ত বিশেষজ্ঞদের মনে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী উত্তর ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, কলকাতা, মালদা, হাওড়া ও কলকাতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বেগে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, 'পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গি-সহ বিভিন্ন মশাবাহিত রোগের মোকাবিলায় বিশেষ তৎপর , এই খআতে বার্ষিক ৭৫০ কোটি টাকা খরচ করা হচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধ করতে ১ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ করা হয়েছে, ৪০০-র বেশি সেন্টারে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। ৮৯টি ব্লাডব্যাঙ্কে মজুত রয়েছে প্লেটলেট।