District News : বেথুয়াডহরিতে তাণ্ডব, পানিহাটিতে দই চিঁড়ের মেলায় মৃত্যু ৩ পুণ্যার্থীর, আরও খবর : ABP Ananda

Continues below advertisement

- পয়গম্বর মন্তব্য বিতর্কের আঁচ নদিয়ার বেথুয়াডহরিতে। প্রতিবাদের নামে স্টেশনে চলে বোমাবাজি। ভাঙচুর হয় ট্রেন। অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক। বেথুয়াডহরি হাসপাতাল সংলগ্ন বাড়ি, এটিএমে ভাঙচুর হয়। হাসপাতাল চত্বরেও দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

- অগ্নিগর্ভ বেথুয়াডহরি। গতকাল রাতে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক। জাতীয় সড়ক থেকে সরানো হয়েছে বিক্ষোভকারীদের। ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
পরিস্থিতি সামলাতে র‍্যাফ

-  বাড়ির উপর দিয়ে তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র শান্তিপুরের টেংরিডাঙ্গা। পড়তে থাকে একের পর এক বোমা। দু’পক্ষই তৃণমূলের সদস্য বলে অভিযোগ। এত বোমা কোথা থেকে এল, এই প্রশ্নে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।

- বিজেপি নেত্রীর নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা। প্রায় ঘণ্টা খানেক টাকি রোড অবরোধ করা হয়। ভোগান্তি সাধারণ মানুষের।

- অত্যাধিক ভিড় ও প্রচন্ড গরমের কারণে পানিহাটিতে দই চিঁড়ের মেলায় মৃত্যু ৩ পুণ্যার্থীর। অসুস্থ অন্তত ৫০ জন। মেলা বন্ধ করে দিল পুলিশ। ঘটনায় মর্মাহত, শোকপ্রকাশ করে ট্যুইট মুখ্যমন্ত্রীর।

- পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের বড়ঞা। বড়ঞার কুলি মোড়ে কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় অবরোধকারীদের। পুলিশ ও বিধায়কের হস্তক্ষেপে প্রায় আধ ঘণ্টা পর ওঠে অবরোধ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram