Duare Sarkar : বেশ কয়েকটি নতুন পরিষেবা নিয়ে আজ থেকে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। ABP

Continues below advertisement

বেশ কয়েকটি নতুন পরিষেবা নিয়ে আজ থেকে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির (Duare Sarkar Camp)। সপ্তমবারের দুয়ারে সরকারে গোটা মাসজুড়ে রাজ্যজুড়ে প্রায় ২ লক্ষ শিবিরের আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের (West Bengal Government) তরফে। শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকারের আরও একটি শিবির। লক্ষ্য ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া। ১ থেকে ১৬ সেপ্টেম্বর ও ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর, মোট দু'টি পর্যায়ে চলবে এই শিবির।

সপ্তম দুয়ারে সরকার শিবিরে বার্ধক্যভাতার (Old People Pension) আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনও প্রবীণ। মুখ্যসচিব জানিয়েছেন,  এবার চারটি নতুন পরিষেবা দুয়ারে সরকার শিবির থেকে পাওয়া যাবে। এতদিন জয় জওহর প্রকল্পে এবং তপশিলি বনধু প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির ৫৯ বছরের ঊর্ধ্ব ব্যক্তিরাই আবেদন করতে পারতেন। আর লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) প্রাপকরা ৬০ বছর হয়ে গেলে বার্ধক্যভাতা পাচ্ছিলেন। এবার রাজ্যের যেকোনও প্রবীণই বার্ধক্যভাতার জন্য আবেদন করতে পারবেন। শর্তাবলী মেনে আবেদন করলে মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পেয়ে যাবেন তাঁরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram