Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে প্রতিবাদ | ABP Ananda LIVE
ABP ANANDA LIVE: পূর্ব মেদিনীপুরের মেচেদায় শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে প্রতিবাদ। তৃণমূলের এই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এসব যত করবে তত ভাল হবে। মেদিনীপুরের মানুষ আমাকে ভালবাসে। কটাক্ষ করে বললেন বিরোধী দলনেতা। রাজ্য ছেড়ে এখন জেলার মধ্যে থাকতে চাইছেন? পাল্টা খোঁচা দিয়ে প্রশ্ন ছুড়ল তৃণমূল।
প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ নিহত চিকিৎসকের বাবা-মা
৭ মাস হয়ে গেছে, কিন্তু এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি আর জি কর হাসপাতালের তরুণীর চিকিৎসকের মা-বাবা। এনিয়ে ফের একবার প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। আর জি কর হাসপাতাল সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য়, শুক্রবারই স্বাস্থ্য় অধিকর্তাকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এবিষয়ে জানানো হবে।
ভবানীপুর থেকে আমতা, সরকারি দফতরের অভিযানে জাল ওষুধের গোডাউন তো সামনে আসছে। কিন্তু জাল ওষুধ তৈরি হচ্ছে কোথায়? কোথায় কোথায় গড়ে উঠেছে মারণ ওষুধের কারখানা? রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এবার তার সন্ধানেই অভিযানে নামতে চলেছে তারা। কোন কোন ডিস্ট্রিবিউটরের কাছে জাল ওষুধ পৌঁছেছে, আমতা থেকে ধৃত ওষুধ ব্যবসায়ীকে জেরা করে তাও জানার চেষ্টা চলছে।