West Bengal: ২ জনের কোনও খোঁজ মিলছে না, ইডির নজরে বাগদার চন্দন মণ্ডল এবং কাঁথির তাপস মিশ্র
ইডির নজরে বাগদার চন্দন মণ্ডল এবং কাঁথির তাপস মিশ্র। ইডির দাবি, গত এক-দেড় মাস ধরে এই ২ জনের কোনও খোঁজ মিলছে না। দুজনেই সাড়া দিচ্ছেন না নোটিসে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি।