Bratya Basu:বিজেপি বলছে বলে রাজ্যপাল সই করবেন না?'' মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করা প্রসঙ্গে প্রশ্ন শিক্ষামন্ত্রীর
Continues below advertisement
"বাংলার মিড ডে মিলের ব্যবস্থা দেশের মধ্যে সবচেয়ে ভাল। ২০০৮ সাল থেকে মিড ডে মিলের জন্য ৫০০ টাকা করে রেখেছে। কেন্দ্র এই টাকা বৃদ্ধি করুক। বাংলার ছেলেমেয়েদের জন্য দরদ নেই বিজেপির। মিড ডে মিলের টাকা বণ্টনের জন্য নজরদারি আছে রাজ্যের।'' দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের আচার্য করা নিয়ে বিল পাস তিনি বলেন, "রাজ্যপাল বিজেপি সদস্যদের কথা মতো চললে, চলতেই পারেন। তামিলনাড়ু সরকার, মহারাষ্ট্র সরকার এই বিল এনেছে। রাজ্যপালকে ডিক্টেট করছে বিজেপি। বাংলায় নির্বাচিত সরকার রাজ্যপালের কাছে পাঠাচ্ছে। রাজ্যপাল বিলে সই করবেন না কেন? বিজেপি বলছে বলে করবেন না?''
Continues below advertisement
Tags :
Mamata Banerjee ABP Ananda Bratya Basu ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Jagdeep Dhankhar Mamata Banerjee এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ