Fake Medicine: ফেল করল আরও ওষুধ, বাড়ছে ক্রমশ উদ্বেগ
ABP Ananda Live: জীবন বাঁচানোর জন্য যে ওষুধের ওপরে প্রতিনিয়ত মানুষ ভরসা করে, সেই ওষুধ কি আদৌ রোগ সারাচ্ছে? এই প্রশ্নটা আবার উঠল কারণ, ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় নতুন করে ফেল করল আরও ১৩৪ টি ওষুধ। অর্থাৎ, ২৭৮ টি ওষুধ এই মুহূর্তে রয়েছে ড্রাগ কন্ট্রোলের কালো তালিকায়। যার মধ্যে রয়েছে একাধিক নামী ব্র্যান্ডের ওষুধও। যা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ।
শুধু উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাত নয়, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশিও!
শুধু উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাত নয়, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশিও! এ-রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের নাম! পূর্বস্থলীর ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিক ভৃগুরাম দাস! বাংলাদেশের ভোটার কার্ড থাকা সত্ত্বেও এ-রাজ্যের ভোটার তালিকায়! ভৃগুরাম দাসকে 'ভূতুড়ে' ভোটার বলে দাবি তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের।