Fake Passport : ভুয়ো পাসপোর্ট-চক্রের হদিশ পেতে রাজ্যজুড়ে CBI হানা। ABP Ananda Live
এবার ভুয়ো পাসপোর্ট-চক্রের হদিশ পেতে রাজ্যজুড়ে CBI হানা। আলিপুরদুয়ারে পাসপোর্ট-চক্রের রহস্য উদ্ঘাটনে গাছ থেকে নথি পাড়তে হল সিবিআই-কে। নকশালবাড়িতে অভিযুক্তর বাড়ির পাশে ঝোপ থেকে মিলেছে নথি। কলকাতা,গ্যাংটকের রিজিওনাল পাসপোর্ট অফিস, নকশালবাড়ি, আলিপুরদুয়ার, উলুবেড়িয়া-সহ মোট ৫০টি জায়গায় হানা সিবিআইয়ের। পাসপোর্ট-প্রতারণা মামলায় ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের: সূত্র। এফআইআরে নাম রয়েছে কলকাতার পাসপোর্ট অফিসের এক ডেপুটি সুপারের নাম। এফআইআরে নাম রয়েছে ১৬ জন আধিকারিকের: সূত্র। পাসপোর্ট অফিসের এক সুপারিনটেন্ডেন্টকে ১ লক্ষ ৯০ হাজার টাকা-সহ শিলিগুড়ির হোটেল থেকে গ্রেফতার। সিকিমের পাসপোর্ট অফিসের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট গৌতমকুমার সাহা গ্রেফতার। পাকড়াও মিডল ম্যান বিপুল ছেত্রী, উদ্ধার প্রায় ৩ লক্ষ টাকা।বিদেশমন্ত্রকের অধীনে পাসপোর্ট বিভাগে কেন্দ্রীয় এজেন্সির হানা, সর্ষের মধ্যেই ভূত ?