Fake Voter: কেউ মারা গেছেন ৭ বছর আগে, কেউ ৪ বছর, কেউ ৩ বছর আগে, তাও ভোটার লিস্টে রয়েছে নাম
ABP Ananda Live: কেউ মারা গেছেন ৭ বছর আগে, কেউ ৪ বছর, কেউ ৩ বছর আগে। বাঁকুড়ার একই গ্রামে ভোটার তালিকায় ১৯ জন মৃত ভোটারের নাম। আবেদন করলেও, নম কাটা হয়নি, দাবি তৃণমূলের।
হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন
হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব NTPC-র ডেসপ্যাচ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার। হাজারিবাগ থেকে ফাতাহার যাওয়াক পথে গুলি করে খুন। ঝাড়খণ্ডের হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ডেসপ্যাচ বিভাগের DGM. তাঁর কর্মস্থল ছিল হাজারিবাগের কেরেদারিতে। হাজারিবাগ থেকে ফাতাহার দিকে যাচ্ছিলেন NTPC-র ওই আধিকারিক। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কে বা কারা, খুন করল, খতিয়ে দেখছে হাজারিবাগ থানার পুলিশ।