West Bengal :তিন জেলায় তিন দুর্ঘটনায় মৃত্যু পাঁচজনের, দুর্ঘটনার পর প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তিন জেলায় তিন দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। কোথাও ট্রাকের চাকার পিষ্ঠ হয়ে মৃত্যু হল দুই যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন ব্যক্তির। কোথাও আবার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। যদিও পাল্টা সাফাই দিয়েছে পুলিশ।
আরও খবর...
এখনও বিচার না মেলায়, চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার ৩ মাস পার, ফের রাস্তায় নামলেন জুনিয়র চিকিৎসকরা। সামিল হলেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। কারও হাতে থাকল চোখ বাঁধা ন্যায়ের প্রতীক, তো কারও হাতে থাকল জাতীয় পতাকা।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য আশঙ্কা উপকূলের তিন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। নভেম্বরের মাঝামাঝি কমবে তাপমাত্রা। শীতের আমেজ অনুভূত হবে রাজ্যজুড়ে। বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। আগামী ৭ দিন আবহাওয়া শুকনো থাকবে। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে উপকূলবর্তী ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হতে পারে।এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।