Ghatal Flood Situation: ফের বানভাসি ঘাটাল, কবে মিটবে দুর্ভোগ? 'মাস্টার প্ল্যান' নিয়ে কী ঘোষণা তারকা সাংসদ দেবের? | ABP Ananda LIVE

Continues below advertisement

এখনও বানভাসি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। জলস্তর কিছুটা নামলেও কমছে না দুর্ভোগ। ভাসছে বাড়িঘর, রাস্তাঘাট। ভয়াবহ পরিস্থিতি ঘাটালের। কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান? কবে ঘুচবে দুর্দশা? প্রশ্ন এলাকার বাসিন্দাদের। 'মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে', বন্যা পরিস্থিতি ঘুরে দেখে জানালেন তৃণমূল সাংসদ দেব।

বর্ষা এলেই বানভাসী! বাহন বলতে নৌকা। ধসে যাওয়া বাড়ি-ঘর, তলিয়ে যাওয়া জমির জন্য হাহাকার করতে করতে আশ্রয় নেওয়া ফ্লাড সেন্টারে। ফি বছর এটাই যেন ভবিতব্য ঘাটালবাসীর! ভরসা বলতে ভেসে ওঠা শব্দবন্ধ ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। ঘাটালের বন্যা পরিস্থিতি এবারও ভয়াবহ হয়ে উঠেছে। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। উদ্বেগজনক পরিস্থিতি ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। ডুবে গিয়েছে অফিস, স্কুলবাড়ি। রাস্তা এখনও নদী। নৌকায় চড়ে চলছে যাতায়াত। 

ঘাটাল পুরসভার পাশাপাশি, পঞ্চায়েত এলাকার অবস্থাও ভয়াবহ। রথীপুর পঞ্চায়েতের শ্যামপুর এলাকায় সামন্ত পরিবারের বাস। একতলা থেকে জল বের করার কাজে ব্যস্ত গোটা পরিবার। ছাদের ওপরে চলছে রান্নাবান্না, বিদ্যুৎ না থাকায় সমস্যা চরমে উঠেছে। পরিবারের অভিযোগ, সরকারি ত্রাণ তো জোটেইনি, কোনও রাজনৈতিক দল পাশে দাঁড়ায়নি।


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram