Ghatal News: ঘাটালের গ্রামগুলিতে ঢুকতে শুরু করেছে জল। বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়

Continues below advertisement

ABP Ananda LIVE: পুজো মিটতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের জল-যন্ত্রণা। পুজোর সময় বৃষ্টি, তার জেরে শিলাবতী নদীর জল বেড়েছে। ঘাটালের গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে। বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা। 'ফের বেশি বৃষ্টি হলে ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে', জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন

 

Congress Leader Death : লক্ষ্মীপুজোর রাতে মর্মান্তিক মৃত্যু কংগ্রেস নেতার, 'পিষে মারার' অভিযোগ পরিবারের

ভয়ঙ্কর । বীভৎস । মর্মান্তিক মৃত্যু হল কংগ্রেস নেতার। গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ সাহার । বয়স হয়েছিল ৪৫ বছর। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন।  সোমবার গভীর রাতে, মালদার  হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর এলাকায় ঘটনাটি ঘটে। কিন্তু এই মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এটিকে দুর্ঘটনা বলে মানতে নারাজ পরিবার। তাদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পিষে মারা হয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আইনজীবীকে। 

আইনজীবী নরেন্দ্রনাথ সাহা সোমবার ২টি বাইকে ৪ সঙ্গী নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন । আচমকাই একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। গুরুতর জখম হন কংগ্রেস নেতা-সহ ৫ জনই।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে কংগ্রেস নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে। পরিবারের ধারণা, এটি পরিকল্পিত হত্যা, কোনও দুর্ঘটনা নয়। স্থানীয়দের দাবি, আচমকা গাড়িটি এসে ধাক্কা মারায় ঘটনাস্থলেই প্রাণ হারান কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ।  আহত চারজন হলেন শেখর সাহা, শশাঙ্ক সাহা, মনোজ কুমার দাস এবং পুলক সাহা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola