WB Assembly: পরিযায়ী শ্রমিকদের উপর 'অত্যাচার', প্রতিবাদ-প্রস্তাব আসছে বিধানসভায়
ABP Ananda LIVE : সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। এই অধিবেশনে পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রস্তাব আনতে পারে সরকার। সুপ্রিম কোর্টে জমা দেওয়ার পাশাপাশি, অযোগ্যদের তালিকাও এই অধিবেশনে সামনে আনা হোক। পাল্টা দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি যখন এরাজ্য়ে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব, তখন ভিনরাজ্যে যাওয়া পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ নিয়ে পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূলও। বৃহস্পতিবারও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এনিয়ে মুখ খোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলনেত্রী বলেন, "আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করে, তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন। তাঁকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। ২২ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভাল করে। তাঁদের ডেকে নিয়ে যাওয়া হয়। তাঁদের স্কিল আছে, তাঁদের গুণ আছে।''
এবার এই সংঘাত পৌঁছোতে পারে বিধানসভা অবধি। সূত্রের খবর, বিধানসভায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রস্তাব আনতে পারে সরকার। পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। যা তিনদিন চলবে। সূত্রের খবর, এই অধিবেশনেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রস্তাব আনা হতে পারে। যার উপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রীও। এনিয়ে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রস্তাব ঠিক আছে। কিন্তু ১ তারিখের মধ্যে তো অযোগ্যদের তালিকা জমা দিতে হবে সরকারকে। আমরা চাইব সেই তালিকা বিধানসভাতেও পেশ করা হোক। না হলে মন্ত্রিসভার থাকার কোনও নৈতিক অধিকার নেই।'' বিধানসভা সূত্রে খবর, অপরাজিতা বিল আটকে থাকার বিষয়টাও উঠে আসতে পারে বিধানসভার এই অধিবেশনে।