Dengue Cases Rising : ভয় ধরাচ্ছে ডেঙ্গি, মোকাবিলায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের। ABP Ananda Live

Continues below advertisement

চলতি সপ্তাহেই ডেঙ্গি (Dengue) সংক্রমণ আরও বাড়তে পারে, আশঙ্কা নবান্নর (Nabanna) । 'ডেঙ্গি সংক্রান্ত বিধি না মানলেই কড়া পদক্ষেপ'। ডেঙ্গি মোকাবিলায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের (WB Government) । বাড়িতে জমা জল দেখলেই প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি । জেলা শাসকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে কড়া বার্তা সরকারের । ডেঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত।বৈঠকে এদিন বলা হয়, বাড়ছে হটস্পট, সব থেকে বেশি হটস্পট উত্তর ২৪ পরগনা জেলায়। পুর-এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের। নবান্নের তরফে বলা হয়েছে, পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গু সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ। পঞ্চায়েত গুলি গ্রামাঞ্চলের জন্য মাইক্রো প্ল্যান তৈরি করবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রোগীদের কিভাবে চিকিৎসা হবে তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে।     

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram