ECI News: কমিশনের নির্দেশ মতো পাঁচজনকে সাসপেন্ড ও FIR নয়। কৌশলী অবস্থান নিল রাজ্য : জহর সরকারের
ABP Ananda LIVE: আরও চরমে সংঘাত। কমিশনের নির্দেশ মানল না রাজ্য়, এরপর কী? নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন কমিশনের চিঠির উত্তর দিলেন মুখ্যসচিব। আর এই চিঠিতে স্পষ্ট করে দেওয়া হল, কমিশনের নির্দেশ এখনই মানছে না রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্দেশমতো ২ ERO এবং 2 AERO-কে সাসপেন্ড করা, বা তাঁদের বিরুদ্ধে FIR, কোনওটাই করল না রাজ্য সরকার। রাজ্য সরকার কৌশলী অবস্থান নিল বলে বক্তব্য প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকারের। অধ্যাপক জাদ মামুদের বক্তব্য, এই জল গড়াতে পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু এরপর কী পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন? কমিশনের কাছেও খোলা আছে একাধিক রাস্তা।
TMC News: ৩৭ দিনে খুন তৃণমূল কংগ্রেসের ১০ জন নেতা-কর্মী
৩৭ দিনে খুন তৃণমূল কংগ্রেসের ১০ জন নেতা-কর্মী। বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে তৃণমূলের বুথ সভাপতিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। অভিযোগ, স্থানীয় বাজার থেকে ফেরার সময়ে ডিভিসির ক্যানেলের পাড়ে তাঁর উপর হামলা হয়। এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূলের বুথ সভাপতি সেকেন্দার খাঁর পিঠে ও মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সোনামুখী গ্রামীণ হাসপাতালে তাঁর দেহ নিয়ে যায় পুলিশ। খুনের তদন্ত শুরু করেছে সোনামুখী থানা।