Supreme Court: শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পশ্চিমবঙ্গ সরকারের বলপ্রয়োগ করা উচিত নয়: সুপ্রিম কোর্ট
শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পশ্চিমবঙ্গ সরকারের বলপ্রয়োগ করা উচিত নয়। আর জি কর-কাণ্ড সংক্রান্ত মামলার শুনানিতে, মঙ্গলবার স্পষ্টভাবেই একথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এটা অবশ্য় প্রথমবার নয়। এর আগে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতার বার্তা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমও।
আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা কলকাতা হাইকোর্ট থেকে গেল সুপ্রিম কোর্টে। CBI এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। আর জি কর মেডিক্যালে নিরাপত্তার দায়িত্ব CISF-কে দিল সুপ্রিম কোর্ট। ভয়াবহ ঘটনা, বীভৎস ঘটনা। শুনানিপর্বে মন্তব্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। বৃহস্পতিবারের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে CBI-কে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। আর জি কর-কাণ্ডে এদিন পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায়, বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদনও জানিয়েছে সর্বোচ্চ আদালত। আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বস্ত করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁদের উদ্বেগের জায়গাগুলি সর্বোচ্চ আদালত সর্বাধিক গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।