CV Ananda Bose : 'আলোচনার মাধ্যমে সহমতে আসা উচিত...,'SIR প্রসঙ্গে মন্তব্য রাজ্যপালের

ABP Ananda LIVE : কোনও অফিসারকে শাস্তি পেতে দেব না, আগেই বলেছিলেন মুখ্য়মন্ত্রী। কমিশনের চিঠি আসার পর, বুধ এবং বৃহস্পতিবার, পরপর দুদিন কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে মুখ্য়মন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন, কোনও অফিসারের বিরুদ্ধে সরকার কোনও ব্য়বস্থা নেবে না। ভোটার তালিকায় কারচুপি, সাসপেনশন-নির্দেশে রাজ্যকে কমিশনের ডেডলাইন। কেন এখনও পদক্ষেপ নয়? সোমবার বিকেল ৩টের মধ্যে জবাব তলব। সোমবার বিকেল পর্যন্ত ডেডলাইন দিয়ে মুখ্যসচিবকে কমিশনের কড়া চিঠি। সাসপেন্ডের নির্দেশের পরও কেন কার্যকর হয়নি? জানতে চাইল কমিশন। ২ ERO, ২ AERO-কে সাসপেন্ড, ডেটা এন্ট্রি অপারেটর-সহ ৫জনের বিরুদ্ধে FIR-নির্দেশ।বিধানসভা ভোটের আগে নবান্ন এবং নির্বাচন কমিশন সংঘাত আরও বাড়ল। আরও জোরাল হল সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা। ঘোরাল হল পরিস্থিতি। ৪ জন সরকারি অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার জন্য় একেবারে সময় বেঁধে দিয়ে মুখ্য়সচিবকে কড়া চিঠি দিলেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে ৪ জন সরকারি অফিসারকে সাসপেন্ড করতে এবং তাঁদের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দেওয়া হয়। এই চারজন হলেন বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী, AERO তথাগত মণ্ডল এবং ময়নার ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস। ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও FIR দায়ের করতে বলা হয়।               

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola