CV Ananda Bose: 'বাংলায় প্রায় রোজই নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা', সরব রাজ্যপাল | ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda Live: RG কর থেকে কুলতলি, ফালাকাটা, একের পর এক ধর্ষণ-খুনের অভিযোগ। 'বাংলায় প্রায় রোজই নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা', সরব রাজ্যপাল। তৃণমূল সরকারকে নিশানা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
বনগাঁয় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার টিএমসিপি নেতা-সহ ৩। ধৃতদের মুক্তির দাবিতে অবরোধ। পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ, রাস্তা অবরোধ। শ্লীলতাহানির অভিযোগে ধৃত লাল্টু বালা, বনগাঁর নীলদর্পণ ব্লকের টিএমসিপি নেতা। বনগাঁয় পথ অবরোধ তৃণমূল ছাত্র পরিষদ নেতার আত্মীয় ও গ্রামবাসীদের একাংশের। গতকাল রাতে বিসর্জনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে গন্ডগোলের সূত্রপাত। পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ ধৃত টিএমসিপি নেতার পরিবারের। 'ধৃতের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোনও যোগ নেই'। আইন আইনের পথেই চলবে, মন্তব্য বনগাঁর টিএমসিপি সহ-সভাপতি সৌমেন সুতারের।
Continues below advertisement
Tags :
West Bengal Mamata Banerjee Women Security CV Ananda Bose MAMATA BANERJEE Rg Kar News Falakata News