Governor: রাজভবনের উত্তর গেটের নাম হবে রবীন্দ্রনাথ ঠাকুর গেট! বিশ্বভারতীতে গিয়ে ঘোষণা রাজ্যপালের
রাজভবনের উত্তর গেটের নাম হবে রবীন্দ্রনাথ ঠাকুর গেট। আজ বিশ্বভারতীতে গিয়ে ঘোষণা রাজ্যপালের। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বোলপুরে যান রাজ্যপাল। অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি বিশ্বভারতী এবং রবীন্দ্রভবন ঘুরে দেখেন। রবীন্দ্রনাথের ছবি সহ একটি ফলক রাজ্যপাল নিজের সঙ্গে এনেছিলেন। ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার ফলক যেখানে লাগানো আছে সেখানে দাঁড়িয়েই তিনি এই ঘোষণা করেন।