WB Dengue Malaria Update:রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ৪৪১ ! বাড়ল ম্যালেরিয়ারও প্রকোপ, পজিটিভ কত জন ?

Continues below advertisement

WB Dengue Malaria Health Update:  বর্ষা সেভাবে জাঁকিয়ে শুরু হয়নি, এর মধ্যেই রাজ্যে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৪১। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রোগ প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্দি-কাশি পা পেট খারাপ হলেও ডেঙ্গির পরীক্ষা করতে হবে, নির্দেশ স্বাস্থ্য দফতরের। ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্য়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। গত ৬ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। বর্ষা আসতেই ফিরেছে ডেঙ্গি। পরিস্থিতি এখনও ভয়াবহ না হলেও আতঙ্ক ছড়িয়েছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত ১ হাজার ৩২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গতবারের মতো এবারও ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭০ পেরিয়েছে। দু’নম্বরে মালদা, জেলায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যাও ১৭০ পার করেছে। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত দেড়শোর উপরে। হুগলিতে সংখ্যাটা প্রায় দেড়শো। কলকাতায় গত ৬ মাসে ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গতবছর ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড।এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram