High Court: 'বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি নিয়ে কেন কিছু ভাবছে না রাজ্য?', প্রশ্ন বিচারপতির
ABP Ananda Live: 'বেসরকারি স্কুলের ওপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকবে না, এটা হতে পারে না'। 'রাজ্য অর্থ বরাদ্দ করে না বলে নিয়ন্ত্রণ থাকবে না, এটা হতে পারে না'। 'বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি নিয়ে কেন কিছু ভাবছে না রাজ্য? শিক্ষামন্ত্রী এটা নিয়ে কেন ভাবছেন না? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'রাজ্য বিল এনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে পারে'। 'বেসরকারি স্কুলগুলি অন্যায্য় ভাবে চার্জ বাড়াচ্ছে'। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনায় মন্তব্য বিচারপতির।
সোনার গয়না হাতাতে ডাকাতির সাজানো অভিযোগ
সোনার গয়না হাতাতে ডাকাতির সাজানো অভিযোগ! সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে মিথ্যা অভিযোগের পর্দাফাঁস। রিজেন্ট পার্কে লুঠপাটের অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলাই গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে গৃহকর্ত্রীর জামাইবাবুকেও। পুলিশ সূত্রে খবর, সোনার গয়না হাতাতেই ডাকাতির গপ্পো ফেঁদেছিলেন ম্যুর অ্যাভিনিউর বাসিন্দা সোনালি বিশ্বাস। জিজ্ঞাসাবাদে সেকথা স্বীকারও করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দরজা দিয়ে কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। ছাদ দিয়েও কেউ ঘরে ঢোকেনি, তাতেই সন্দেহ বেড়ে যায় তদন্তকারীদের। দুষ্কৃতীদের চেহারা সম্পর্কে জানতে অভিযোগকারিণীর বর্ণনা শুনে তিনবার স্কেচ করানো হয়, খবর পুলিশ সূত্রে। মহিলা ৩ বার ৩ রকম বর্ণনা দেন, দুষ্কৃতীদের স্কেচও তিন রকমের হয়, খবর পুলিশ সূত্রে। জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্বশুরবাড়ি থেকে দেড়শো গ্রামের সোনার গয়না সরিয়ে ফেলেছেন মহিলা। তা খোয়া গেছে প্রমাণ করতেই ডাকাতির গপ্পো ফাঁদেন তিনি, খবর পুলিশ সূত্রে।