WB HS Results 2023: এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন শুভ্রাংশু সরকার
এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন পড়ুয়া রয়েছেন, গতবছর যে সংখ্যা ছিল ২৭২। প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করে ফলঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ঘোষণা করা হয় প্রথম থেকে দশম স্থানাধিকারীদের নাম। এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন পড়ুয়া রয়েছেন, গতবছর যে সংখ্যা ছিল ২৭২। মেধাতালিকায় এ বার প্রথম দশে হুগলি থেকে ১৮ জন রয়েছেন।
এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বিদ্যালয়ের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। একক ভাবে প্রথম হয়েছেন তিনি। ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছেন। উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের হারে ৯৯ শতাংশ পেয়েছেন।
উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চার জন। তমলুকের হ্যামিলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের কামাখাগুড়ি গার্লস হাইস্কুলের পিয়ালি দাস এবং বালুরঘাট ললিত মোহনের শ্রেয়া মল্লিক। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪।
উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়েছেন তিন জন, বালুরঘাটের ডঙ্গরহাট হাইস্কুলের সৃজিতা বসাক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইছাপুর হাইস্কুলের প্রেরণা পাল। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। ৯৮.৬ শতাংশ হারে নম্বর পেয়েছেন তাঁরা।
এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা পঞ্চম হয়েছেন যাঁরা, তাঁদের সকলের প্রাপ্ত নম্বর ৪৯২। শতাংশের হারে ৯৮.৪। পঞ্চম স্থানে রয়েছেন, কৌস্তভ কুন্ডু, হৃষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ দাস, অঙ্কিতা ঘড়াই, অনন্যা সামন্ত।
ষষ্ঠ স্থানে যাঁরা রয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯১। ৯৮.২ শতাংশ নম্বর। চয়ন বর্মন, অঙ্কুর রায়, অর্কদীপ ঘড়া, তমালকান্তি দাস, সময় জানা, সোহম চট্টোপাধ্যায়, রূপসা উপাধ্যায়, অদিতি মোহান্তি, সুপর্ণা মাহাতো, উৎসা কুন্ডু, সৌমিলি মণ্ডল, সাহেলি আহমেদ ষষ্ঠ স্থানে রয়েছেন।
এ বারে সপ্তম হয়েছেন ১৪ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯০। শতাংশের হারে ৯৮। সপ্তম হয়েছেন সন্দীপ ঘোষ, দেবর্ষি বসাক, বিতান শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল, সৃজা উপাধ্যায়, সুনীত মুখোপাধ্যায়, রূপঙ্কর ঘটক, কৌশিকী কুন্ডু, সৌজাত্য মুখোপাধ্যায়, শরণ্য ঘোষ, অর্ণব পতি, অস্মিতা পাল, অভিরূপ পাল।
অষ্টম হয়েছেন যাঁরা, তাঁর সকলে ৪৮৯ নম্বর পেয়েছেন। শতাংশের হারে ৯৭.৮। মোট ১১ জন অষ্টম হয়েছেন, শ্রীতমা মিস্ত্রি, সৈয়দ সাকলিন কবীর, সায়ন প্রধান, আত্রেয়ী সাহানা, সংযুক্তা বিশ্বাস, শ্রেষ্ঠা অধিকারী, সন্দীপ ভট্টাচার্য, অদ্বিতীয়া সিনহা, ইশিকা শীল, শিরিন আলম, সপ্তক দাস।
এ বারে নবম হয়েছেন মোট ১৮ জন। তাঁদেরপ্রাপ্ত নম্বর ৪৮৮। শতাংশের হারে ৯৭.৬। দেবাঙ্গনা দাস, প্রণব বর্মন, বৃষ্টি মাইতি, আমজাদ হোসেন, অর্ক দাস, সায়ন সাহা, অর্কপ্রতিম দে, পবিত্র মাইতি, তুহিনরঞ্জন অধিকারী, তৃষিতা কর্মকার, অথেনা বসু, সুপ্রভাত ঘোষ, সুজিত পাল, মোনালিসা পাল, অপূর্ব মণ্ডল, সায়ন্তনী দে, সৌরসেনী দাস, প্রত্যূষা দাম।
এ বারে দশম হয়েছেন মোট ১৭ জন। প্রাপ্ত নম্বর ৪৮৭। শতাংশের হারে ৯৭.৪। এঁরা হলেন, আর্য নন্দী, স্বাগতা চক্রবর্তী, পুষ্পিতা মোদক, সমহিতা দাশগুপ্ত, সুচেতনা জানা, বিক্রম বর্মন, শেখ সইফউদ্দিন আহমেদ, সৌম্যদীপ দত্ত, কোয়েল কুন্ডু, অঞ্জুমা দিলরুবা, নিয়ন্ত সাঁতরা, শেখ আবদুল রজ্জাক, অগ্নিভ মুখোপাধ্যায়, সুদীপ পাল, মল্লিকা দেবনাথ, সায়ন্তন সরকার, তৃণা পুরকায়স্থ।