Rahul Sinha: তৃণমূলের গৃহযুদ্ধের কারণে বাংলা ক্ষতিগ্রস্ত হচ্ছে : রাহুল সিন্হা | Bangla News
'পশ্চিমবঙ্গের কোন জায়গা বাদ আছে? এই তিনদিনের মধ্যে কাঁকিনাড়া দেখলাম, নৈহাটি দেখলাম, নরেন্দ্রপুর দেখলাম। ছোট ছোট বাচ্চাদের দিকে বোমা ছুড়ে মারা হচ্ছে। গতকালের ঘটনায় আজ তিনি মারা গেছেন। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে হামলাকারী ও নিহত উভয়ই তৃণমূলের। কিন্তু এই তৃণমূলের গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলা।' নৈহাটির কাছে শিবদাসপুরে গুলি ও বোমাবাজির ঘটনায় প্রতিক্রিয়া বিজেপি নেতা রাহুল সিন্হার।
Tags :
Bangla News Bangla News Live Rahul Sinha Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Naihati Shoot Out