West Bengal News: ST তালিকাভুক্ত করা-সহ একাধিক দাবিতে জঙ্গলমহলে অনির্দিষ্টকালীন রেল-সড়ক অবরোধের ডাক
ABP Ananda LIVE : ST তালিকাভুক্ত করা-সহ একাধিক দাবিতে জঙ্গলমহলে অনির্দিষ্টকালীন রেল-সড়ক অবরোধের ডাক । অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। সকাল থেকে এখনও পর্যন্ত অবরোধের বড় কোনও প্রভাব পড়েনি। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, কলাইকুণ্ডা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা। পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে RPF মোতায়েন। ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক। রেল স্টেশন ও সড়কপথে রেল পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরাও টহল দিচ্ছেন।
আরও পড়ুন...
ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাঙালি শ্রমিকের
ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাঙালি শ্রমিকের। মৃতের নাম অভিজিৎ ওরফে রাজু পোদ্দার। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে। খবর পাওয়ার পর থেকে নিহতের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন পাড়া-প্রতিবেশীরা। শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা গোপাল রায়। তিনি ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন। পরিবার সূত্রে খবর,শুক্রবার মৃত ওই পরিযায়ী শ্রমিকের নিথর দেহ কেরালা থেকে ট্রেনে করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছে। সম্ভবত রবিবার তাঁর দেহ পৌঁছনোর কথা বারাসতের বাড়িতে।