Kalyani AIIMS: কল্যাণী এইমসে আর্থিক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা, মামলা খারিজ ডিভিশন বেঞ্চের
ABP Ananda Live: কল্যাণী এইমসে আর্থিক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা। মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারীর ভূমিকা নিয়ে সন্দেহপ্রকাশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। মামলাকারীর ঘাড়ে বন্দুক রেখে কেউ পিছন থেকে সেটা চালাচ্ছে, মন্তব্য প্রধান বিচারপতির। আপনি কি চান যে হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক ? প্রশ্ন প্রধান বিচারপতির। এখানে এমন মামলাও দায়ের হয় যেখানে মানুষ চান যে তাদের এলাকায় এইমস তৈরি হোক, মন্তব্য প্রধান বিচারপতির। দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করে মামলা খারিজ করা উচিত, মন্তব্য প্রধান বিচারপতির। আপনি একজন সাধারণ এলাকাবাসী হয়ে। ই-টেন্ডার সংক্রান্ত নথি পেলেন কি করে ? প্রশ্ন বিচারপতির। আপনি নথি এবং তথ্য কোথা থেকে পেয়েছেন ? প্রশ্ন প্রধান বিচারপতির। কোনও আইন না মেনে, বিনা টেন্ডারে হাসপাতালের একাধিক কাজের বরাত দেওয়া হয়েছে এই অভিযোগে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলাই খারিজ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।