Westbengal Lynching: আড়িয়াদহের ঘটনায় অবশেষে গ্রেফতার জয়ন্ত সিংহ। ABP Ananda Live

West Bengal News: অবশেষে গ্রেফতার মদন-ঘনিষ্ঠ জয়ন্ত সিংহ। আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত ।মা-ছেলেকে মারের পরই কলকাতা ছাড়ে জয়ন্ত, দাবি পুলিশের। 'আড়িয়াদহে গণপিটুনির পরই উত্তরবঙ্গে গা ঢাকা দেয় জয়ন্ত'। 'নিজের গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে পালায় অভিযুক্ত তৃণমূল কর্মী'। 'উত্তরবঙ্গে ২ দিনে দুটি রিসর্ট বদলায় মদন-ঘনিষ্ঠ জয়ন্ত'। 'জয়ন্তর গতিবিধির উপর নজর রাখতে উত্তরবঙ্গে টিম পাঠায় পুলিশ'। 'টাকা ফুরিয়ে আসতেই কলকাতায় ফেরে জয়ন্ত'। 'ডানলপের কাছে এক পরিচিতর থেকে টাকা নিতে এলেই পাকড়াও'। টাকা নিয়ে ওড়িশায় পালানোর ছক ছিল জয়ন্তর, দাবি পুলিশেরপুলিশের দাবি, বরানগর থেকে জয়ন্তকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু জয়ন্তর ভাইয়ের দাবি গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন জয়ন্ত। গ্রেফতারি নয়, চাপে পড়ে জয়ন্তকে আত্মসমর্পণ করতে বাধ্য করিয়েছে তৃণমূল, দাবি বিজেপি নেতা অর্জুন সিংহর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola