ABP News

Mamata Banerjee: 'ভাষা কারও একার কেনা নয়', ভাষা দিবসের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

ABP Ananda Live:  দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। 'মাতৃভাষার প্রতি আমার সেন্টিমেন্ট থাকবেই।  ভাষা কারও একার কেনা নয়', বললেন মুখ্যমন্ত্রী।

 

বীরভূমের (Birbhum News): মহম্মদবাজারে নৃশংস খুন। বাড়ি থেকে উদ্ধার মা ও তাঁর দুই শিশু সন্তানের নলি কাটা দেহ। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মহম্মদবাজারের ম্যানেজারপাড়া এলাকায়।

গ্রেফতার মাছ ব্যবসায়ী: পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপড়েনেই ৩ জনকে খুন করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন এক মাছ ব্যবসায়ীকে পাকড়াও করেছে পুলিশ। মহম্মদবাজারের ম্যানেজারপাড়ায় মাটির বাড়িতে এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন লক্ষ্মী মাড্ডি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মাঠে ধান পুঁততে যাওয়ার কথা ছিল মহিলার। ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করতে যান প্রতিবেশীরা। সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁদের। দরজা ঠেলে ভিতরে ঢুকে বীভৎস দৃশ্য দেখতে পান তাঁরা। গ্রামবাসীরা দেখেন, মেঝে জুড়ে ছড়িয়ে রয়েছে জমাট রক্ত। খাটিয়ায় কম্বলে ঢাকা দেওয়া অবস্থায় পড়ে রয়েছে মা ও সাত বছরের মেয়ের নলি কাটা দেহ। নীচে মেঝেয় রড়ে রয়েছে ৫ বছরের ছেলের রক্তাক্ত দেহ। তারও নলি কাটা। নিহত লক্ষ্মী মাড্ডির কাকিমা মহারানি সোরেন বলেন, "যারা মেরেছে ওদের যেন আমরা দেখতে পাই। বৌদি আর ও (নিহত লক্ষ্মী মাড্ডি) ধান পুঁততে যেত আজকে। ও বলছে, এত বেলা হচ্ছে, কই আসে না, আসে না! ওই দেখেছে। আমরা জানি না। আমরাও ভোরে মাঠে যেতাম। তাহলে ওরা পড়েই থাকত।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram