Tiger Fear: ফের বাঘের ভয়! শব্দবাজি ছুঁড়ে বাঘকে জঙ্গলে ফিরিয়ে নেওয়া যাওয়ার প্রচেষ্টা
ABP Ananda Live: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! পায়ের ছাপ ঘিরে মৈপীঠে রয়্যাল বেঙ্গল আতঙ্ক। বালিডির জঙ্গলেও পায়ের ছাপ। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ঝাড়গ্রাম-পুরুলিয়ায় সতর্কতা। বাঘের আতঙ্কে কাঁপছে সুন্দরবনের মৈপীঠ। গ্রামে বাঘের পায়ের ছাপ, মাঝে মাঝে গর্জন! বৈকুণ্ঠপুর, কিশোরীমোহনপুরের জঙ্গলে মিলেছে বাঘের পায়ের ছাপ। গ্রাম লাগোয়া জঙ্গল এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। লাগাতার মাইকে প্রচার, রাতে বাইরে বেরোতে নিষেধ। সন্ধে হলেই ফাঁকা হয়েছে যাচ্ছে মৈপীঠের একাধিক এলাকা। আজমলমারির জঙ্গল থেকে নদী সাঁতরে গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘ।
কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা:
এদিকে, 'গঙ্গাসাগর মেলা উপলক্ষে মুড়িগঙ্গায় ড্রেজিং, বাড়ানো হচ্ছে গভীরতা। এতে ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চে লোক যাতায়াত করতে পারবে। মেলা উপলক্ষে ২ হাজার ২৫০টি বাসের ব্যবস্থা। গঙ্গাসাগর মেলায় বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিং সিস্টেম। মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স। গঙ্গাসাগরে থাকছে ৩টি স্থায়ী হেলিপ্যাড। আমাদের লক্ষ্য প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলা, এটা অভিনব, কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি। কাল থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা'। কোনও দুর্ঘটনা হলে ৫ লক্ষ টাকার বিমা করা আছে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।