Bombs Hurled:পুজোর আবহেও রানাঘাটে বিজেপি পঞ্চায়েত সদস্যার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ABP Ananda Live
পুজোর (Durga Puja) আবহেও বোমাবাজি। নদিয়ার রানাঘাটে বিজেপি পঞ্চায়েত সদস্যার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। পাল্টা বিজেপির অন্তর্কলহকে দায়ী করেছে শাসকদল।