Naihati News: তৃণমূলকর্মীকে হত্যা, প্রকাশ্যে হামলার সিসি ফুটেজ, তাও অভিযুক্তরা অধরা

ABP Ananda Live: প্রকাশ্যে নৃশংসভাবে তৃণমূলকর্মী খুন, এখনও গ্রেফতারি শূন্য! থানায় হামলার অভিযোগ জানানোর পথেই তৃণমূলকর্মী খুন। প্রকাশ্যে হামলার সিসি ফুটেজ, তাও অভিযুক্তরা অধরা । ৮জনের বিরুদ্ধে FIR, এখনও হামলকারীরা অধরা! তৃণমূলকর্মী খুনে অভিযুক্ত রাজেশের বাড়িতে ভাঙচুর। নৈহাটির গৌরীপুরে একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর। সরিয়ে দেওয়া হল ব্যারাকপুরের CP অলোক রাজোরিয়াকে। প্রকাশ্যে নৃশংসভাবে তৃণমূলকর্মী খুন, এখনও গ্রেফতারি শূন্য! অলোক রাজোরিয়াকে পাঠানো হল কম গুরুত্বের DIG ট্রাফিক পদে। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। 

 

যদি কোনও ব্যক্তি 16 লক্ষ বছরে রোজগার করেন, তাহলে তিন 50,000 টাকা কর ছাড়ের সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে তার আয়কর ধার্যের পরিমাণ হবে 7.5 শতাংশ। একইভাবে কেউ 18 লক্ষ টাকা বছরে উপার্জন করলে সঞ্চয় থেকে 70,000 টাকা ছাড় পাবেন তিনি। এই ক্ষেত্রে তার কার্যকরী আয়করের পরিমাণ হবে 8.8 শতাংশ। কেউ যদি বছরে 20 লাখ উপার্জন করেন, সেই ক্ষেত্রে তিনি কর ছাড়ের সুবিধা হিসাবে 90,000 টাকা ছাড় পাবেন। তাকে 10 শতাংশ হারে ট্য়াক্স দিতে হবে। পাশাপাশি 25 লাখ টাকা আয়ের একজন ব্যক্তিকে 1,10,000 টাকা কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। তিনি সব মিলিয়ে 13.2 শতাংশ কর দেবেন । তবে কেউ যদি 50 লাখ টাকা বছরে আয় করেন, তাকে 21.6 শতাংশ হারে কর দিতে হবে। সেই ক্ষেত্রে তার কর ছাড়ের পরিমাণ হবে 1,10,000 টাকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola