Aliporewduar News: আলিপুরদুয়ারের বীরপাড়ায় নিখোঁজ কাস্টমস ইনস্পেক্টরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ABP Ananda LIVE : আলিপুরদুয়ারের বীরপাড়ায় নিখোঁজ কাস্টমস ইনস্পেক্টরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য I গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন ওই সরকারি আধিকারিক নারায়ণ বর্মন Iএকটি সুপুরি বাগান থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ Iপরিবারের দাবি, গত শনিবার অফিসে গেছিলেন নারায়ণ বর্মন Iসন্ধে থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি Iগত রবিবার বীরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা Iপুলিশ সূত্রে খবর, শনিবার রাতে স্থানীয় এক হোটেলে খাওয়া-দাওয়া করেছিলেন মৃত ব্যক্তি Iতারপরে কী হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে I

 

পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল গতকাল

এই বছর পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল গতকাল। এক সপ্তাহ ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সি মহিলা। ৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণে হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা ছিল মৃত মহিলার, সেপটিক শকে চলে গেছিলেন তিনি। অন্যদিকে ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী,  দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩৭। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ জন। বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭২ জন। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৬ জন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola