West Bengal News: বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলায় কথা বলায় হেনস্থার শিকার হওয়ার অভিযোগ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: দিল্লি থেকে শুরু করে ওড়িশা, বিজেপিশাসিত একাধিক রাজ্যে স্রেফ বাংলায় কথা বলায় হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠছে। সম্প্রতি দিল্লির বসন্তকুঞ্জে জয় হিন্দ ক্যাম্পে প্রায় দেড় হাজার ঝুপরিবাসীর বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপিশাসিত দিল্লি সরকারের বিরুদ্ধে। এখানকার সিংহভাগ বাসিন্দাই বাংলায় কথা বলেন। এবং অনেকের দাবি, তাদের কাছে বৈধ ভোটার কার্ড রয়েছে। বেশিরভাগেরই আদি বাসস্থান কোচবিহারের দিনহাটা ও তার আশেপাশের অঞ্চলের। অনেকেই দাবি করেছেন, তারা দিল্লিতেও ভোটার তালিকায় নাম তুলে নিয়েছেন। গত দিল্লি বিধানসভা ভোটে ভোটও দিয়েছেন। কিন্তু অভিযোগ, এখন তাদের বাংলাদেশি আর রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। যদিও, সূত্রের খবর, সম্প্রতি একটি মামলায় জমি খালি করার নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। এরপরই বস্তির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে বিজেপি শাসিত দিল্লি সরকার। এদিকে বীরভূমের পাইকর থানার কয়েকজন বাসিন্দা থাকছিলেন দিল্লির রোহিণী অঞ্চলে। তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবার। এদিকে বিজেপিশাসিত ওড়িশায় গিয়ে আটকে পড়েছিলেন নদিয়া ও উত্তর ২৪ পরগনার একাধিক বাসিন্দা। নদিয়ার কালীগঞ্জের ২২ জনকে আটক করেছিল ওড়িশা পুলিশ। যা নিয়ে সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পরে তাদের মধ্যে ৭ জন ফিরে এসেছেন। ফিরে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার কদম্বগাছির বাসিন্দা। তিনি বলছেন, "আমি ইন্ডিয়ান হয়ে, বাঙালি হয়ে বাংলাদেশি সন্দেহ করে এভাবে হয়রানি করা হচ্ছে। ভয় লাগছে। এভাবে যদি বারবার হেনস্থা করা হয় ভয় তো লাগবেই"

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola