WB News : আমডাঙায় বিধ্বংসী আগুন, 'পুলিশি মদতেই চলত বেআইনি গ্যাসের কারবার', অভিযোগ স্থানীয়দের
ABP Ananda LIVE : আমডাঙায় জাতীয় সড়কের পাশে বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন। একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণ। পুলিশি মদতেই চলত বেআইনি গ্যাসের কারবার, অভিযোগ স্থানীয়দের। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ।
বাংলাদেশের ভারত-বিরোধিতার মধ্যেই পাকিস্তানের পর এবার চিন-প্রীতি প্রকাশ্যে। BNP নেত্রী খালেদা জিয়ার বাড়িতে গেলেন চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল ঢাকার গুলশনে খালেদা জিয়ার বাসভবনে যান তিনি। খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজন হলে চিনের কমিউনিস্ট পার্টি সহযোগিতা করবে বলে জানানো হয়েছে। সংবাদমাধ্যমে দাবি করেছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি, BNP-র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান একদিকে পাকিস্তান, একদিকে চিন, এবার দোসর বাংলাদেশও? ভারতের হাত ধরে স্বাধীনতা পেয়ে ভারতের বিরুদ্ধেই বিদ্বেষ! পাকিস্তান-চিনের সঙ্গে হাত মেলাচ্ছে ইউনূস সরকার? পাক নাগরিকদের অবাধে ভিসার ঘোষণা ইউনূসের। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। ফের কি ভারত-বিরোধী সন্ত্রাসের মাটি হয়ে উঠবে বাংলাদেশ? ফের কি পাক গুপ্তচর সংস্থা ISI ঘাঁটি গাড়বে বাংলাদেশের মাটিতে? ইউনূস সরকারের পাক-প্রীতিতে ঘনাচ্ছে আশঙ্কা।