Militant News: আনসারুল্লা বাংলা টিমের ৪ জঙ্গিকে হেফাজতে নিল বেঙ্গল STF

ABP Ananda Live: আনসারুল্লা বাংলা টিমের ৪ জঙ্গিকে হেফাজতে নিল বেঙ্গল STF। গুয়াহাটি জেলে গিয়ে জেরার পর ৪ জঙ্গিকে হেফাজতে নিল বেঙ্গল STF। বেঙ্গল STF-এর হেফাজতে আব্বাস আলি, মিনারুল শেখ, শাদ রাডি ও নুর ইসলাম। বাংলায় কতদূর ছড়িয়ে ABT-র জাল? উত্তরের খোঁজে ৪ জঙ্গিকে হেফাজতে নিল বেঙ্গল STF।

 

Shatrughan Sinha Nonveg Ban Remarks: আমিষ নিষিদ্ধের পক্ষে সওয়াল, তৃণমূলের অস্বস্তি বাড়ালেন শত্রুঘ্ন, তীব্র প্রতিক্রিয়া শীর্ষেন্দু-জহর-কুণালের

আমিষ খাবার নিষিদ্ধের পক্ষে সওয়াল করে বিতর্কে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। এতদিন যে নিয়ে বিজেপি নেতৃত্বকে বার বার আক্রমণ করে আসছিলেন তৃণমূল নেতৃত্ব, তাঁদের সাংসদ এমন মন্তব্য করলেন কী করে, উঠছে প্রশ্ন। দলের উল্টো রাস্তায় হাঁটা শত্রুঘ্নের বিরুদ্ধে কী পদক্ষেপ করবে তৃণমূল, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিভিন্ন মহলের মানুষজনেরাও শত্রুঘ্নের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। (Shatrughan Sinha Nonveg Ban Remarks)

শত্রুঘ্নর মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার। তাঁর বক্তব্য, "ওঁর খাদ্য উনি কী খাবেন, সেটা ওঁর ব্যাপার। সর্বভারতীয় স্তরে আমিষ খাবার নিষিদ্ধ করার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। কিছু মুষ্টিমেয় লোকের এমন পরিকল্পনা থাকলেও, সেটা করা অসম্ভব। কারণ দেশের ৭৮ শতাংশ লোক আমিষ খান। এটা করা যায়না। এটা সংবিধান বিরোধী। সংবিধানে যে অধিকার রয়েছে, তাতে এটি রয়েছে। শুধু বাঙালি হিসেবে নয়, ভারতীয় হিসেবে বলব, কে কী খাবেন, তা নিয়ে কারও কিছু বলার অধিকার নেই।" (TMC News)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola