ABP News

BJP News : ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। নতুন বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার

Continues below advertisement

ABP Ananda Live: নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। বসিরহাট সাংগঠনিক জেলার নতুন বিজেপি সভাপতিকে নিয়ে ক্ষোভ। গতকাল বিক্ষোভের পর আজ দুর্নীতির অভিযোগে পোস্টার। নতুন বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। বাদুড়িয়ায় বিজেপি পার্টি অফিসে পোস্টার। তাপস ঘোষকে সরিয়ে নতুন জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য।

 

Sudip Banerjee :' সুদীপ একদম সুস্থ..', জানালেন খোদ সাংসদের স্ত্রী, মানতে নারাজ কুণাল ! কেন মনে করালেন 'সাধন পাণ্ডের' কথা ?

দলের সিনিয়র নেতার আরোগ্য কামনা করে একটা এক্স পোস্ট। আর তাকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব-রোগের চেনা উপসর্গ সামনে চলে এল! তৃণমূল নেতা ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা ঘিরে শাসকের ঘরেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর! 
 
রবিবার সকালে এক্স হ্যান্ডলে এই পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা, উত্তর কলকাতার সভাপতি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা। তাঁর অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই। সোশাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই, দলের মুখপাত্র ঋজু দত্ত আবার এক্স হ্যান্ডলে একটি এক্সপোস্ট করেন। তাতে লেখা হয়। উত্তর কলকাতা জেলার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ ও খোশমেজাজে আছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram