TMC on SFI : 'আবারও গুড় বাতাসা দিয়ে সেবা', হুঙ্কার TMC কাউন্সিলরের

ABP Ananda LIVE : 'আবারও গুড় বাতাসা দিয়ে সেবা', হুঙ্কার TMC কাউন্সিলরের। বাম-তৃণমূল সংঘাতে উত্তপ্ত বাঘাযতীন, মিছিল পাল্টা মিছিল।গতকাল যাদবপুরকাণ্ডের প্রতিবাদে SFI-এর মিছিল থেকে হামলার অভিযোগ ।৯৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ।পাল্টা বাঘাযতীনে CPM-এর পার্টি অফিস ভাঙচুর ।ঘটনার প্রতিবাদে বাঘাযতীনে মিছিল, পাল্টা মিছিল।

 

Jadavpur University Chaos: যাদবপুরকাণ্ডে গাড়ির চালক-সহ ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR ! 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র..'

 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র',যাদবপুরকাণ্ডে ইতিমধ্যেই ৩ দিন পার। হাইকোর্টের তীব্র ভর্ৎসনা। বামেদের তত্ত্ব উড়িয়ে দিয়েছে শাসক নেতা দেবাংশুরা। বিতর্কের শেষ নেই। প্রকৃত কী ঘটেছিল, তা বোঝাতে, গতকয়েকদিনে সাংবাদিক সম্মেলন করে, তোলা হয়েছে ফ্রেমের পর ফ্রেম। অবশেষে ৪ দিনের মাথায়, গাড়ির চালক-সহ ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে  ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে, যাদবপুর থানায় FIR দায়ের করা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola