Sare 7 tay Saradin : ৮ দিনে ৫ বার। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর বিধাননগর। হেলে পড়ল জোড়া বহুতল

ABP Ananda LIVE : ৮ দিনে ৫ বার। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর বিধাননগর। নারায়ণপুর ও বাগুইআটিতে হেলে পড়ল জোড়া বহুতল। সরানো হল বাসিন্দাদের। আতঙ্কে এলাকাবাসী। নারায়ণপুরে বহুতল বিপত্ত। দীর্ঘদিন ধরে একটু একটু করে হেলছে বাড়ি। যে কোনও মুহূর্তে ভেঙে প়ড়তে পারে। আশঙ্কা স্থানীয়দের। বাগুইআটির হেলে পড়ল জোড়া বাড়ি। জগৎপুরের নেতাজি পল্লিতে আতঙ্ক। পুকুর বুজিয়ে বাড়ি। স্থানীয়রা সরব হতেই ঘুম ভাঙল তৃণমূল কাউন্সিলরের। বিধাননগর পুরসভায় লিখিত অভিযোগ। ট্যাংরায় হেলে পড়া বহুতল ঘিরে অনিশ্চয়তা। ভেঙে ফেলা হবে বাড়ি? পরীক্ষা করলেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে পুরসভা। বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। জল পাচ্ছেন না বাসিন্দারা। ওঠানামার জন্য লিফটও অচল। যাব কোথায়, প্রশ্ন আবাসিকদের। একের পর এক বহুতল বিপত্তি। দায় এড়াতে পারে না পুরসভা। হেলে পড়েছে উন্নয়ন। আক্রমণ বিরোধীদের। সবক্ষেত্রে নজরদারি সম্ভব নয়, মানুষকেও সচেতন হতে হবে, পাল্টা কুণাল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola