Bhangar Incident : আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে উড়ে এল কংক্রিটের চাঙড়। অশান্ত ভাঙড়
ABP Ananda LIve: বছরের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে রণক্ষেত্র ভাঙড়। পতাকা তুলতে গিয়ে নিজের গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট, পাথর। আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে উড়ে এল কংক্রিটের চাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের সামনেই চলল গুন্ডামি। ছেলেকে নিয়ে গাড়িতে চড়ে কার্যত পালালেন আরাবুল ইসলাম। (Bhangar News) ভিডিও-য় দেখা গিয়েছে, ছুটে এসে এক যুবক গাড়ির উপর একটি চাঙড় ফেলে দেন। এই ঘটনায় উত্তেজনা ছড়ালে ভাঙড় ও হাতিশালা থানার পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। জেলমুক্তির পর আরাবুল ইসলাম ফেরার পর থেকেই ভাঙড়ে মাথাচাড়া দিয়েছে তৃণমূলের কোন্দল। বাগ্যুদ্ধ থেকে শুরু করে হাতাহাতি, বাদ যাচ্ছে না কিছুই। এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে হাতিশালার ওয়ারি এলাকায় পতাকা তুলতে যান আরাবুল। অশান্তির আঁচ পেয়ে আগে থেকেই মজুত ছিল পুলিশ। তাদের সামনেই আরাবুল ও তাঁর সঙ্গীর গাড়িতে হামলা চলে। (Arabul Islam)